দৈনিক গৌড় বাংলা

শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ও অন্যান্য কমিউনিটির নারী সদস্যদের নিয়ে ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলাশহরের কল্যাণী মহিলা সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লিডারশিপ ফর ইমপ্লিমেনটিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন স্ক্রিনিং অব ব্রেস্ট অ্যান্ড সারভিক্যাল ক্যানসার প্রজেক্টের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) ও ইডেন সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলে-Ñ রাজশাহী বিভাগের আঞ্চলিক কোষাধ্যক্ষ ইফফাত আরা রাকা, জেলা গাইড কমিশনার সাবরিনা শারমিন বনি, ট্রেইনার তানজিনা বিনতে হান্নান। প্রশিক্ষণটির রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মৌসুমি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন- গার্ল গাইডস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদিকা রোকসানা আহমদ, কোষাধ্যক্ষ মনসুরা খাতুনসহ গার্ল গাইডসের অন্য সদস্যরা। স্বাগত বক্তব্য দেন গার্ল গাইডস চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিশনার গৌরী চন্দ সিতু।
প্রশিক্ষণে গার্ল গাইডস অ্যাসোশিয়েশন ও অন্যান্য কমিউনিটির ৪১ নারী সদস্য অংশ নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *