দৈনিক গৌড় বাংলা

সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে বৃহস্পতিবারও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোনাজাতের মাধ্যমে রহমতের বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টার দিকে গোমস্তাপুরের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। ইসতিসকার দুই রাকাত নামাজ পড়ান নাচোল ঝলঝলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন মজিবুর।
নামাজ শেষে তাপদাহ থেকে ফসল রক্ষা, বৃষ্টির জন্য রহমত কামনাসহ দেশের কল্যাণে মোনাজাত করা হয়।
এ সময় রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শহীদুল্লাহ, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল ও মিজানুর রহমান, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারসহ এলাকার মুসল্লিরা অংশ নেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চকেরঘাট ও বহালাবাড়িঘাট এলাকায় পাগলা নদীর ধারে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা আবু সালে মো. জিয়াউল হক। পরে মোনাজাত পরিচালনা করেন তিনি।
এই নামাজে এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠ, পিরোজপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, দুলর্ভপুর উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ পৌর এলাকার আম বাজার এলাকায় বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ অনু্ষ্িঠত হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *