দৈনিক গৌড় বাংলা

সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কারস্টেন ও গিলেস্পি পাকিস্তানের নতুন কোচ

লাল ও সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক কোচের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে টেস্ট দলের কোচ করা হয়েছে। আর সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার গ্যারি কারস্টেনকে করা হয়েছে সাদা বলের ক্রিকেটের কোচ। নিউজিল্যান্ড সিরিজে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া আজহার মাহমুদ সব ফরম্যাটে সহকারী কোচ হিসেবে থাকছেন। বাছাই প্রক্রিয়া শেষে তিন কোচকেই দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পিসিবি। গত বছর সাকলায়েন মুশতাকের পর হেড কোচের দায়িত্ব পাওয়া গ্র্যান্ট ব্র্যাডবার্ন পদত্যাগের পর থেকেই হেড কোচের পদটি ফাঁকা।

তার পর থেকে কোচ করার জন্য হাইপ্রোফাইল সব নামের পেছনে ছুটেছে পিসিবি। তাদের মধ্যে অন্যতম ছিলেন শেন ওয়াটসনও। শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন এই অস্ট্রেলিয়ান। ২২ মে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজেই দায়িত্ব বুঝে নেবেন কারস্টেন। শেষ ম্যাচ ৩০ মে। তার পর দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানের উদ্দেশে উড়ে যাবে। টেস্ট দলের দায়িত্ব পাওয়া গিলেস্পর প্রথম অ্যাসাইনমেন্ট আগস্টে। তখন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজ খেলবে পাকিস্তান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *