দৈনিক গৌড় বাংলা

সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোর নাম ঘোষণা করেছে। বুধবার দেশটির সাংবিধানিক আদালত প্রথম রাউন্ডের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জ বাতিল করার পর তার নাম ঘোষণা করা হলো। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও বিদায়ী নেতা জোকো উইডোডোর কাছ থেকে আগামী অক্টোবরে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

তিনি জোকোই নামে বেশি পরিচিত। খবর বার্তা সংস্থা এএফপির। তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অ্যানিস বাসওয়েদান এবং গঞ্জার প্রনোউ ১৪ ফেব্রয়ারি অনুষ্ঠিত ভোট ফের অনুষ্ঠানের আহ্বান জানানোর পর এমন ঘোষণা এলো। এ নির্বাচনে প্রাবোও প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। এমন ফলাফলের পর নির্বাচনে রাষ্ট্রের হস্তক্ষেপ এবং আইন পরিবর্তনের অভিযোগ তোলা হয়। ১৯৯০-এর দশকের শেষের দিকে স্বৈরশাসক সুহার্তোর শাসনের অবসানের সময় গণতন্ত্র কর্মীদের গুম করার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য বিভিন্ন মানবাধিকার গ্রুপ প্রাবোওকে অভিযুক্ত করেছে এবং তিনি অতীতে মানবাধিকার লঙ্ঘনের এমন অভিযোগের জন্য অনেক বিতর্কিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *