Home Authors Posts by Abu Taher

Abu Taher

998 POSTS 0 COMMENTS

বিলাসবহুল বাড়ি কিনে আলোচনায় অজয়-কাজল এফএনএস বিনোদন: বিয়ের ২২ বছর পার করছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন-কাজল। বিয়ের পর থেকেই মিডিয়া পাড়ায় আলোচনায় থাকেন এই দুই তারকা। বিশেষ করে তাদের সাংসারিক জীবন নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। এবার তারা আলোচনায় এসেছেন বিলাসবহুল বাড়ি কিনে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাড়ির দামে ‘বিগ বি’কেও ছাড়িয়ে গেলেন অজয় দেবগন। অজয়ের কেনা বাড়িটির দাম ৬০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ৭০ কোটি টাকা। ৫৯০ স্কয়ার ইয়ার্ডের অজয়ের নতুন বাংলো তার পুরোনো বাড়ি ‘শক্তি’র কাছাকাছিই। তার নতুন বাড়িটির নাম ‘শিবশক্তি’। গত বছর থেকেই নতুন বাড়ির সন্ধানে ছিলেন অজয় ও কাজল। অবশেষে তা হলো। গত বছর নভেম্বরেই এই ডিল ফাইনাল হয়। সব প্রক্রিয়া শেষ করে অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে অজয় ও তার মায়ের নামে নথিভুক্ত হয় ঐ বাংলো। এখন নতুন বাংলোর সাজগোজে ব্যস্ত বলিউডের এই তারকা দম্পতি। এর আগে অমিতাভ বচ্চন, জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট বিলাসবহুল বাড়ি কিনে আলোচনায় এসেছিলেন।