Last Updated on এপ্রিল ২, ২০২৪ by
‘

স্মার্ট বাংলাদেশ গড়ি-ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেছেন উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং প্রান্তিক কৃষকরা যাতে উপকৃত হয় সেজন্য সরকার কৃষিতে সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছে। সারাদেশে এক কোটির ওপর কার্ডধারীকে কমমূল্যে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই ১ লাখ ৩০ হাজার ৩২৩জন পাচ্ছেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পবিত্র রমজান মাস চলছে। এই মাসে মুসলিমহাজানের মানুষ বেশি বেশি সোয়াব লাভের চেষ্টা করে। কাউকে কষ্ট দেয়া ঠিক নয়। কোনো অসাধ্য ব্যবসায়ি দ্বারা কোনো ভোক্তা যেন কষ্ট না পায়। জেলা প্রশাসক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের গুরুত্বপূর্ণ অংশ সবার সামনে তুলে ধরেন এবং সাইকে আইনটি মেনে চলার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্ত আলোচনায় অংশ নেন, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটরি ইন্সপেক্টর কোবাদ আলী, মাংস বিক্রেতা দুরুল ইসলাম, মাছ ব্যবসায়ি হারুন অর রশিদ, জেলা ক্যাবের সভাপতি আব্দুর রহিম, নারী উদ্যোক্তা আকসানা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি: দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলার মোজাহার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ফেন্সি ষ্টোরের স্বত্বাধিকারী মুরাদ হাসান, সাবেক ব্রাক কর্মকর্তা শাখা হাবিবুর রহমানসহ অন্যরা।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে ভোক্তা অধিকার দিবসটি পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ভোক্তা অধিকার সংরক্ষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার এবং ব্যবসায়ীদের নেতৃবৃন্দ।