বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ২, ২০২৪ by

আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে : ওমর সানী

বিবাহিত জীবনের ৩০ বছর পূর্ণ করলেন চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। বিশেষ এই দিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওমর সানী। সঙ্গে জানিয়েছেন, এই আনন্দের দিনেও দেশের চলমান পরিস্থিতিতে তাদের মুখে হাসি নেই। গত বৃহস্পতিবার মধ্যরাতে একটি স্ট্যাটাস দেন ওমর সানী। স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান, তাদের বিবাহিত জীবনের ৩০ বছর পার হয়েছে। তবে বিবাহিত জীবনের ৩০ বছর পূর্তির খুশিটা তাদের হারিয়ে গেছে দেশের অস্থিতিশীল পরিস্থিতির মাঝে। কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মাঝে শুধু তাদের এ খুশি নয়, হারিয়ে গেছে সবার খুশিও। ওমর সানী বলেন, গতকাল শুক্রবার চিলো আমাদের বিবাহবার্ষিকী। আলহামদুলিল্লাহ ৩০ বছর পার করলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব। কিন্তু হলো না, চারদিকে লাল শুধু লাল। এর মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। ১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন ঢালিউড সিনেমার জনপ্রিয় জুটি হিসেবে খ্যাত ওমর সানী ও মৌসুমী। সর্বপ্রথম ‘দোলা’ সিনেমায় কাজ করতে গিয়ে মৌসুমীর প্রতি দুর্বলতা অনুভব করেন সানী। সেই থেকে একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। যা শেষ পর্যন্ত রূপ নেয় পরিণয়ে। ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা। সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে দুজনকে।

About The Author

শেয়ার করুন