কানসাটে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে মহান রাব্বুল আল আমিনের রহমতের বৃষ্টি প্রার্থনা করেন তারা। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। বিশেষ মোনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ চেয়ে মহান সৃষ্টিকর্তার কাছে রহমতের বৃষ্টি কামনা করেন।
শুক্রবার (৩ মে) সকাল ৯টায় কানসাট এলাকার স্থানীয় যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক কানসাট রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন কানসাট কাগচীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল ইসলাম। নামাজে এলাকার সবস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রচণ্ড তাপদাহে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের আম, মাঠে থাকা বোরো ধানসহ সকল ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানজীবনে নেমে এসে দুর্ভোগ। ঘর বের হওয়া খেটে খাওয়া মানুষ সব থেকে বেশি কষ্টের মধ্যে পড়েছেন। এমন অবস্থায় আল্লাহর রহমের বৃষ্টির আশায় কদিন থেকেই জেলার বিভিন্ন স্থানে ইসতিসিকার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।