Last Updated on এপ্রিল ১৫, ২০২৪ by
সদর থানা পুলিশের অভিযান
গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার অনুপনগর মুসলিমপাড়ার মো. সাইদুর রহমানের ছেলে মো. আনারুল ইসলাম (৪২) ও অনুপনগর নতুনপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৭)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের চর অনুপনগর মুসলিমপাড়া গ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২ কেজি গাঁজা উদ্ধারসহ আনারুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজুর পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।