চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাদা মনের মানুষ জিয়াউল হক গোমস্তাপুর উপজেলার রহনপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার সকালে আয়েশা খাতুন জালিবাগান হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় গরিব ছাত্রদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ কয়েস উদ্দিন মাস্টার। বক্তব্য দেন- প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সহসভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবুল হোসেন।