চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নতুন জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় নতুন জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সভায় স্বল্প পরিসরে শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ স্টাফদের অংশগ্রহণে নিজ নিজ প্রতিষ্ঠানে নতুন জাতীয় পতাকা উত্তোলনসহ শহীদদের উদ্দেশ্যে মাগফেরাত কামনা করে দোয়া এবং এতিমখানা ও হাসপাতালে এ দিন দুপুরে মানসম্মত খাবারের ব্যবস্থা করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় অন্যদের বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা শিক্ষা অফিসার রোকসানা, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।