চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড বাংলাদেশের উদ্যোগে উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ২৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ২ কেজি করে অ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের সিনিয়র টেরিটরি অফিসার মোস্তাকিন, ফিল্ড অফিসার মোয়াজ্জেম হোসেন দুলাল, কুরবান আলী, নাহিদ আরেফিন কাজলসহ অন্যরা।