নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নস্থ পানিহারা গ্রামর আকালু কর্মকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা শচীন কর্মকার (৬৫) আর নেই। আজ বুধবার ভোর সাড়ে ৩টায় নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত শচীন কর্মকারের অন্ত্যেষ্টিক্রিয়া সকাল ১০টায় পানিহারা পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরসহ অন্য বীর মুক্তিযোদ্ধারা।