‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’- এই স্লোগানে মুজিববর্ষের ই-সেবা ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শুকুর উদ্দিন। এ-সময় উপস্থিত ছিলেন- বোয়ালিয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, কাশিয়াবাড়ী আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, ইউনিয়ন পরিষদ সচিব রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সালেহ আহমেদ বাবলু, অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হামিদ, ইউপি সদস্য এজাজুল হক তায়িফ, মাসির আলী, মোস্তফা কামাল, আবদুল মতিন, আলতানূর খাতুন ও ফাতেমা বেগম, বোয়ালিয়া বাজার সমিতির সভাপতি আবুল হোসেন।
আলোচনা শেষে বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
Home চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ই-সেবা ক্যাম্পেইন সম্পন্ন