নওগাঁর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে মাসব্যাপী গ্রামীণ সড়ক মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বেলা ১০টায় উপজেলার সদর ইউনিয়নের বরেন্দ্র বাজারে এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূর-ই-আলম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, জাইকা প্রতিনিধি বাচ্চু মিয়া।