চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডে ১ নম্বর বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ড তিনটি হচ্ছে ১১, ১২ ও ১৩। রবিবার সন্ধ্যায় এ কার্যালয়ের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
টিকরামপুর আদর্শ মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর তসিকুল ইসলাম তসি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম আলী, সাবেক কমিশনার অধ্যাপক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক, জঙ্গি, বাল্যবিবাহ রোধ ও যে কোনো ছোটখাটো বিরোধ নিরসন, সাধারণ ডায়েরি করার ব্যাপারে এ বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই তিনটি ওয়ার্ডের জনসাধারণ এই বিট পুলিশিং কার্যালয় থেকে সেবা গ্রহণ করতে পারবেন।