চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুবিয়ে প্রতিরোধে অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশে শিশু বিবাহ নিরোধ প্রকল্পের আওতায় ইউনিসেফ’র অর্থায়নে ও উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) আয়োজনে এ প্রশিক্ষণে ২০ জন অভিভাবক অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন- কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলী, এসিডি’র প্রোগ্রাম অফিসার মো. হুমায়ুন কবির, কমিউনিটি মোবিলাইজার মো. সামীম রেজা ও শহিদুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন- তুফান আলী, উজ্জল আলী, রফিকুল ইসলাম, মোসা. সেমী বেগম ও মোসা. সোনাবানু।
প্রশিক্ষণে শিশু বিবাহ নিরোধ আইন-২০১৭, শিশু বিয়ের সমস্যা ও কুফল, শিশু বিয়ে প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা, শিশু বিয়ে প্রতিরোধে সামাজিক দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশিক্ষণে উপস্থিত অভিভাবকগণ নিজের শিশু বিয়ে দিবেন না এবং এলাকায় শিশু বিয়ে প্রতিরোধে কাজ করে সচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।