চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা কারিতাস প্রকল্প অফিসে কারিতাস রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ ডাস্টবিন ও সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সিএমএফপি মাঠ কর্মকর্তা নিত্য চন্দ্র দেবশর্মা। আরো বক্তব্য দেন, কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার এসএম গোলাম রসুল, এএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হামিদ, মাঠ কর্মকর্তা বাবুলাল প্রমুখ।
অনুষ্ঠানে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন ও ১৯ জন প্রতিবন্ধী শিশুকে শিক্ষার মান উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।