খালেদা জিয়া যতদিন ভুয়া জন্মদিন পালন করবে, ততদিন আলোচনা নয় বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভুয়া’ জন্মদিন পালন অব্যাহত থাকলে দলটির সঙ্গে কোনো আলোচনা হবে না। মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এই ভুয়া জন্মদিবস যতদিন তারা পালন করবে, ততদিন তাদের সঙ্গে আমাদের বসার কোনো সুযোগ নেই। তারা ইচ্ছে করে প্রভোকেশন দিচ্ছে। তারা গতন্ত্র চায় না, তারা সংলাপ চায় না। যদি চাইত, তাহলে ভুয়া জন্মদিবস পালন করে বঙ্গবন্ধুর হত্যা দিবসে তারা এই কেক কাটার মতো উৎসবে মেতে উঠতো না। ওবায়দুল কাদের বলেন, এই যে বাংলাদেশে অনেকেই বলেন, আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা, বিভিন্ন মহল থেকে বলা হয় যে; দুই নেত্রী কেন সংলাপে বসেন না। দুই নেত্রীর সংলাপে বসার কী এখানে কোনো কর্ম পরিবেশ আছে? কোনো ওয়ার্কিং আন্ডারস্টাডিং আছে? কোনো এনভায়রমেন্ট, কোনো অ্যাটমোসফেয়ার আছে? শুধু ‘ভুয়া’ জন্মদিনই নয়, সংলাপ না হওয়ার আরো কারণ রয়েছে বলেও মন্তব্য করেন কাদের। বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের সরকারের এই মেয়াদেই ফিরিয়ে আনার বিষয়ে আশা প্রকাশ করে কাদের বলেন, কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এই তৎপরতা অত্যন্ত জোরদার। এতে ইতিবাচক অগ্রগতি আছে। আমরা আশাবাদী। কাদের বলেন, এবার আমরা কনফিডেন্সের সাথে বলছি, সংশ্লিষ্ট দেশেগুলোর সঙ্গে আমেরিকা কানাডার সঙ্গে কথাবার্তা চলছে। আমরা আশা করছি, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের উদ্যোগ সফল হবে।