মার্কিন বিচার বিভাগের সাবেক আইনজীবী ক্রিস্টোফার রে ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর নতুন পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করছেন। অভিযোগ উঠে, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে বিবাদের জেরেই পদচ্যুত হন কোমি। ৯ মে তার বরখাস্তের পর বিশেষ কাউন্সিল রবার্ট মুলারকে রুশ সংযোগ নিয়ে এফবিআইকে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় বিচার বিভাগ। মঙ্গলবার মার্কিন সিনেটে ৯২-৫ ভোটে তাকে সমর্থন দেয় সিনেটররা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধান জেমস কোমি বরখাস্ত হওয়ার তিনমাস পরে নতুন পরিচালক পেল দেশটির সর্বোচ্চ আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী। ফলে এবার মুলারের সঙ্গে এই তদন্তে থাকছেন রে। গত মাসে শপথের সময় মুলারের প্রশংসাও করেছিলেন রে। গত মাসে রে শপথ নিয়েছিলেন যে কোনওরকম রাজনৈতিক কিংবা প্রেসিডেন্টের চাপে দায়িত্ব অবহেলা করবেন না তিনি। মঙ্গলবার রিপাবলিকান সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি বলেন, এই মুহূর্তে রে’র স্বাধীনভাবে কাজ করা খুবই জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ এর আগে ২০০০ সালে এনকর্প কর্পোরেশনের প্রতারণা মামলাতে কোমির সঙ্গে কাজ করেছিলেন ক্রিস্টোফার রে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় বিচার বিভাগে অ্যাটর্নি জেনারেলের সহযোগী হিসেবেও দায়িত্বপালন করেছিলেন রে। তাকে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সমর্থন দিয়েছেন ওবামা প্রশাসনে কাজ করা দুই ডেমোক্রেটও।