জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সনাক সভাপতি সেলিনা বেগম, সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন, সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা প্রমুখ। টিআইবি’র সুনির্দিষ্ট দাবি সম্বলিত অবস্থানপত্র পাঠ করেন সনাক সদস্য উম্মে সালমা হ্যাপি। দাবিসমূহ হচ্ছেবিশে^র প্রধান কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে ‘প্যারিস চুক্তি’ বাস্তবায়নে সকল শিল্পোন্নত দেশের অঙ্গীকার অব্যাহত রাখতে হবে, ‘দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান’ নীতি বিবেচনা করে ঋণ নয়, শুধু সরকারি অনুদান, যা উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিশ্রুতি হিসেবে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে, প্যারিস চুক্তি অনুযায়ী সবুজ জলবায়ু তহবিলে শিল্পোন্নত দেশসমূহের অর্থায়নের প্রতিশ্রুতির আইনী বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে,
প্যারিস চুক্তিতে প্রস্তাবিত ‘স্বচ্ছতা কাঠামো’তে শিল্পোন্নত দেশ কর্তৃক গৃহিতব্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত কার্যক্রমে বিশেষ করে জলবায়ু অর্থায়নে স্বপ্রণোদিত তথ্যের উন্মুক্ততা, জবাবদিহিতা, নাগরিক অংশগ্রহণ এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে হবে প্রভৃতি।
Home চাঁপাইনবাবগঞ্জ জলবায়ু সংক্রান্ত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সনাকের মানববন্ধন