গৌরব ও অহংকারের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। ৪৫ তম বিজয় দিবসে জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে স্বাধীনতার স্বপ্নপুরুষ, স্বাধীনতা সংগ্রামের অগ্রসৈনিক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিবসে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং সেইসব মা-বোনদের। যাদের সম্ভ্রম ও আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের কাক্ষিত বিজয়, জাতি অর্জন করেছে একটি লাল সবুজ পতাকা এবং স্বাধীন বাংলাদশ। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যদোয়ের সাথে সাথে জেলা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনী, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসন কর্তৃক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন, রাজমহল সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন, দুপুরে স্থানীয় হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার এবং বেসরকারি এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন করা হবে। এছাড়াও রয়েছে সকাল সাড়ে ১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্ধ্যা সাড়ে ৬ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।