রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সারলা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে ১ হাজার ১৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতরা হলো-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের মাইনুল ইসলামের ছেলে বাইরুল ইসলাম (২৭) ও রাজশাহী মহানগরির রাজপাড়া থানার হারুপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২০)।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারলা এলাকায় কতিপয় ব্যক্তি ফেন্সিডিল ঢাকায় নিয়ে গিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছে। এমন সংবাদ পেয়ে মেজর মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে র্যাবের অপারেশন দল ঝটিকা অভিযান চালিয়ে ১ হাজার ১৩৫ বোতল ফেন্সিডিলসহ বাইরুল ও মিজানুরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ ভারত হতে চোরাইপথে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য এনে বিভিন্ন উপায়ে ও কৌশলে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে।