চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে চুরি করা বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ মাহবুব হোসেন বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক বাবু উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর ওপর চাকপাড়া গ্রামের মৃত চেনু আলীর ছেলে।
শনিবার সকালে ওপর চাকপাড়া ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস জানায়, গত মাসে উপজেলার বালুটুঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, শুক্রবার রাতে ওপর চাকপাড়া ঢুলিপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি হয়। সকালে আবারো মালামাল চুরি করতে গেলে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস ও স্থানীয়রা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।