রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ৩১, ২০২৫ by

ডিবির অভিযানে ফেনসিডিল জব্দ ২ নারী আটক 

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৭২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুই নারীকে। আটককৃতরা হলেন— জেলার সদর উপজেলার কালুপুর ঠাকুর পালসা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাইমা খাতুন ওরফে জাকেরা (২৪) ও নওগাঁ জেলার পত্নীতলা থানার নুরুল ইসলাম ওরফে নুরুর স্ত্রী আঞ্জুরা খাতুন ওরফে সুমি (২৯)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে আটককৃতদের কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

About The Author

শেয়ার করুন