Last Updated on জুন ১২, ২০২৫ by
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল : ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়নি, ভর্তি ৭৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহার পর দিন থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি। প্রতিদিনই নারী, পুরুষ ও শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ৭৫ জন রোগী।
হাসপাতালটির ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বয়স্ক রোগী ভর্তি হন ২৯ জন। আর শিশু ভর্তি হয়েছে ১৯ জন। আগের রোগী ছিলেন ৫০ জন। তাদের মধ্যে ৫০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত নতুন করে বয়স্ক রোগী ২৩ জন ও ৪ জন শিশু রোগী ভর্তি হয়েছেন। ওষুধপত্র ঠিকমতই সরবরাহ রয়েছে বলে তারা জানান।
নার্সরা আরো জানান, জেলাশহরের মসজিদপাড়া, বালুবাগান, পিটিআই এলাকা, রেহাইচর, আজাইপুর, নিমতলা, নয়াগোলা, নতুন হাট, কালীনগর, নয়ালাভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।
মধ্যবয়সী আকলিমা বেগম জানান, পাতলা পায়খানা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আজই ।
মহারাজপুর থেকে এসে পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয়েছেন কহিনূর বেগম। তিনি গত বুধবার রাতে ভর্তি হন।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন— ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পানি, বাসি খাবার, বাইরের খাবারে বিষক্রিয়ায় সাধারণত এ ধরনের ডায়রিয়া হয়ে থাকে। ডাক্তার রাউন্ড নিয়মিত রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে।