শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৫, ২০২৫ by

বালিয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ নং ওয়ার্ড শাখার আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি হারুনুর রশীদ।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেযারম্যান আবু হেনা মো. আতাউল হক কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পদাক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পদাক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামিরুল হক পলাশ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন ; ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে দিয়ে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় এই এলাকার কোনো উন্নয়ন হয় নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার স্কুল কলেজ, রাস্তা ঘাটসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক শহরে রুপান্তর করা হবে।

About The Author

শেয়ার করুন