দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের মধ্যে লেডিস ক্লাবের
খাদ্যসামগ্রী বিতরণপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহধর্মিণীদের সমন্বয়ে গঠিত সংগঠন চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লেডিস ক্লাব চত্বরে ২০০ জন অসহায় দুস্থ মানুষের প্রত্যেককে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট খিল সেমাই ও ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১টি সাবান, ১ প্যাকেট বুন্দিয়া, ১০০ গরম মসলা, প্যাকেটজাত দুধ, ১০০ গ্রাম কিশমিশ, ১০০ গ্রাম জিরা দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিণী মাহফুজা সুলতানা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সহধর্মিণী ডা. রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, লেডিস ক্লাবের সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আঞ্জুমান আরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা বলেনÑ ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য হলেও দরিদ্র মানুষকে এইসব খাদ্যসামগ্রী দিতে পেরে আমরা আনন্দিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *