দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৮ দাবি আদায়ে হিন্দু সম্প্রদায়ের সমাবেশ

সারাদেশে মন্দির ভাঙচুর, হিন্দুদের ওপর হামলা ও লুটপাটের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শ্রী প্রণব কুমার পালের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সূচনা বক্তব্য দেন- শ্রী পলাশ দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শ্রী তড়িৎ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক নিবাস কর্মকারসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থে দেশে আর নতুন করে কোনো সহিংস ঘটনা না ঘটে সেই দাবিসহ ৮ দফা মেনে নেয়ার আহ্বান জানান।
এদিকে সমাবেশ চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির গোলাম জাকারিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য সকল নেতৃবৃন্দ এবং দলগুলো সজাগ ও সতর্ক থাকবেন বলে তারা উল্লেখ করেন।
সভা শেষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।
চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায় আয়োজিত সমাবেশে জেলার ৫ উপজেলার বিপুলসংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।

About The Author