চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রানীহাটি ও নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে ৩৫টি করে মোট ৭০টি শিক্ষা সহায়তা কেন্দ্রে ‘আনন্দ পড়ি’তে শিশুদের শিক্ষাদান করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রতিটি কেন্দ্রে ২৫-৩০ জন শিশু শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক নিযুক্ত রয়েছেন।
শিশুদের ঝরে পড়া রোধের লক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রয়াস সূত্রে জানা গেছে, পিকেএসএফের কারিগরি ও আর্থিক সহায়তায় ২০১০ সাল থেকে সমৃদ্ধি কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। শিশুরা যেন ঝরে না পড়ে এবং তারা যেন বিদ্যালয়মুখী হয় সেজন্য পাঠদানের মাধ্যমে শিশুদের তৈরি করা হয়।
সোমবার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের শিক্ষা সহায়তা কেন্দ্র ‘আনন্দে পড়ি’র ৩৫ জন শিক্ষকের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা আয়োজন করা হয়। সভায় শিশুদের লেখাপড়ার অগ্রগতিসহ শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রানীহাটি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. তুহীন উদ্দিন, প্রয়াসের সিনিয়র ম্যানেজার মো. হোসেন আলী, ইউনিট ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম ও সমৃদ্ধি কর্মসূচি সমন্বকারী মো. নারুল হক।