মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৮, ২০২৪ by

৬ সহযোগী দেশ পেল আইসিসির অ্যাওয়ার্ড

ক্রিকেটের অগ্রগতির জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয় ইন্টারন্যাশনাল (ক্রিকেট কাউন্সিল) আইসিসি। সেই লক্ষ্যে আইসিসি বুধবার ডেভেলাপমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছেন ছয়টি দেশকে। সহযোগী দেশগুলোতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কাজ করায় তাদেরকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। এ বছরের সেরা অ্যাওয়ার্ড জিতেছে মেক্সিকো। মেক্সিকোর কয়েদিদের নিয়ে ক্রিকেটের এক প্রজেক্টের আয়োজন করে বুধবার আইসিসির ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে মেক্সিকোর ক্রিকেট। যে আয়োজনের জন্য ‘আইসিসি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব দা ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মেক্সিকো। এছাড়াও ভারতে স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে দল পাঠিয়েছিল তারা। গত বছর মেক্সিকোর ক্রীড়া সচিবালয় ও মেক্সিকো ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে জেলখানায় কয়েদিদের মধ্যে ক্রিকেটকে পরিচিত করে তুলতে এ প্রকল্পটি হাতে নেয়। পুরস্কার পাওয়া বাকি পাঁচটি দেশ হলো নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ওমান এবং স্কটল্যান্ড। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে দেশগুলো পুরস্কার পেয়েছে। ২১টি দেশ থেকে বাছাই করে ছয়টি দেশকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ‘হানড্রেড পারসেন্ট ফিমেল ক্রিকেট ইনিশিয়েটিভ অব দা ইয়ার’ পুরস্কার জিতেছে ওমান। ‘ক্রিকেট ফর হার’ প্রকল্পের মাধ্যমে নারী প্রতিভা খুঁজে বের করা, পরিচর্যা, স্কিল বাড়ানো ও নারীর ক্ষমতায়নের উদ্যোগের জন্য এই স্বীকৃতি ওমান পেয়েছে। ‘মেনস পারফরম্যান্স অব দা ইয়ার’ পুরস্কার জিতেছে নেদারল্যান্ডস। গত বছর বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল নেদারল্যান্ডস। এরপর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকেও হারায় বিশ্বকাপের মঞ্চে। ‘উইমেনস পারফরম্যান্স অব দা ইয়ার’ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। নেপাল জিতেছে ‘আইসিসি ডিজিটাল ফ্যান এনগেজমেন্ট ইনিশিয়েটিভ অব দা ইয়ার’ পুরস্কার। মাঠ ভর্তি গ্যালারির কারণে ক্রিকেট উন্মাদনায় নেপাল আলাদভাবে নজর কেড়েছে। ‘ক্রিকেট ফর গুড সোশাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ’ পুরস্কার পেয়েছে স্কটল্যান্ড। ‘বিয়ন্ড বাউন্ডারিস’ নামের একটি সংস্থার সঙ্গে স্কটল্যান্ড ক্রিকেট কাজ করছে। যারা তরুণ, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের নিয়ে কাজ করে। এ ছাড়া বিনামূল্যে কমিনিউটি সেশন পরিচালনা করেও আসছে।

 

About The Author

শেয়ার করুন