চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীসহ ৬৪ জনের মধ্যে ৫০ হাজার টাকা করে ৩২ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেকের মাধ্যমে এই টাকা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান চেক বিতরণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেনÑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কষ্ট দেখতে পারতেন না, কারো কষ্ট দেখলে তার প্রাণটা কাঁদত। তারই সুযোগ্য কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই প্রান্তিক মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবেন। আর তাই তো সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৫৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমসহ উপজেলা নির্বাহী অফিসারগণ।