চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১টি অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ১টি হাসুয়া ১ জনকে আটক করেছে বিজিবি। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তাকে আটক করে। আটক হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের মো. আনারুলের ছেলে মো. রুহুল আমিন (৩০)।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন-গত বুধবার ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা সূত্রে পারি আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে অবৈধ অস্ত্র নিয়ে আসতে পারে।
এর প্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে অবস্থান নেয়। রাত ১০টার দিকে ৪-৫ জন লোককে শূন্য লাইন হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে তারা পালানোর চেষ্টা করে।
এসময় ৪ জন চোরাকারবারী রাতের অন্ধকারে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে গেলেও মো. রুহুল আমিনকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে তল্লাশী করে ১টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি হাসুয়া জব্দ করা হয়।