৫৬ বছর বয়সে চমক দেখালেন মিলিন্দ

6

৫০ পেরিয়েছেন অনেক আগেই। উচ্চতা ৬ ফুট, কাঁচা-পাকা দাড়ি, পেটানো চেহারা। তিনি মিলিন্দ সোমান। ২৫ বছর পর মিউজিক ভিডিও-তে ফিরলেন ভারতীয় এ সুপারমডেল ও অভিনেতা। চলতি বছরের অন্যতম ‘পার্টি সং’ নিয়ে হাজির হলেন তিনি। মিলিন্দির সঙ্গে রয়েছে গায়ক বায়ু, আস্থা গিল, আকাসা। এদের সবাইকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত নেটিজেনরাও। আর এদের সঙ্গে হ্যান্ডসাম মিলিন্দির রসায়নে জমে উঠেছে খুব। কোনভাবে বোঝার উপায় নেই মিলিন্দার বয়স ৫৬! এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক বায়ু জানান, ‘আস্থা আর আকাসার সঙ্গে আগেও কাজ করেছি। খুবই ভাল বোঝাপড়া আমাদের। রাফতারের গান নিয়ে তো কোনও কথাই ওঠে না! তবে আমাদের ভিডিওতে মিলিন্দ সোমানের উপস্থিতি কেকের উপরে অনেকটা চেরিফলের মত।’