চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র গোদাগাড়ী বিওপির একটি টহল দলের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ ১ জনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ৫টায় ওই বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিমপাড়া মধ্যচর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মোহাম্মদ আজমাইল (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, গোদাগাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/১-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ডিমভাঙ্গা মাদারপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় হেরোইনসহ মোহাম্মদ আজমাইলকে আটক করা হয়।
লে. কর্নেল মো. নাহিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অন্যান্য চোরাচালানি মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর রয়েছে।