রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় গত দুই দিনে ৬ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এছাড়া ২ হাজার ৮৮০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের গোদাগাড়ী বিওপি ও পোলাডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন- বিশেষ তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী বিওপির একটি টহলদল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সুলতানগঞ্জ গ্রামে অভিযান চালায়। অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ২ হাজার ৮৮০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন- বিজিবি টহলদল গভীর রাতে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই ব্যাগের মধ্যে থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে।
অপর দিকে বিশেষ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১টায় ৫৩ বিজিবির অধীনস্থ পোলাডাঙ্গা বিওপির একটি টহলদল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষারিয়াদহ ইউনিয়নের চর আষাঢ়তলী গ্রামে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি ২৫০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। ৫৩ বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।