রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৩ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন জানান, সোমবার দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী ও পোলাডাঙ্গা বিওপির টহল দল মাদকরে বিরুদ্ধে পৃথক অভিযান চালায়। অভিযানকালে টহল দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ও চরআষাড়িয়াদহ এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি ৫০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।