চাঁপাইনবাবগঞ্জে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। জেলায় পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৬০ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৮২টি প্রতিষ্ঠানের ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সদর উপজেলায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন এবং নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৮২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, জেলায় মোট ৬ হাজার ৬০ জন বৃত্তি পরীক্ষার্থী ছিল। মোট ৪টি বিষয়ে ১০০ নম্বরের এ পরীক্ষা হয়। বিষয়গুলো হলো, বাংলা, ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নম্বর করে ছিল। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে তিনি জানান।