৫নং ওয়ার্ডে গণসংযোগ করলেন ডা. রাব্বানী

15

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিপুর বোর্ডঘর, হরিপুর মিয়াপাড়া, পাওয়ার হাউস মোড়, গোরস্থানপাড়া, উপশহরসহ বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার গণসংযোগকালে তিনি পথচারী, ব্যাবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে সরকারের উন্নয়নচিত্র সংবলিত লিফলেটও বিতরণ করেন করেন।
গণসংযোগকালে ডা. রাব্বানী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান। এসময় তিনি বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে উন্নয়ন করেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে সেই উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ডা. রাব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুু কামনা করে দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদস্য আবু সুফিয়ানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।