শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৪, ২০২৪ by

৪ দাবি নিয়ে মানববন্ধনে শিক্ষকরা দিলেন স্মারকলিপিও

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা সদর, গোমস্তাপুর ও শিবগঞ্জে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের সামনে বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন- মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোহা. মনিরুল ইসলাম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. এতাহার আলী, রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, চুনাখালী এনায়েতউল্লাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মো. এনতাজুল হক, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনাইন শাহনাজ, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান বাবলু।
বক্তারা শিক্ষায় বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। একইসঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করা, শিক্ষকদের জন্য আলাদা পে-কমিশন গঠনেরও আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর তাদের দাবি সংলিত স্মারকলিপি দেন।
অন্যদিকে অনুরূপ দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রধান করেছেন শিক্ষকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে আধা ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন।
এতে উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাওসার আলী, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী কামাল ও সেক্রেটারি ইকরামুল হক, গোমস্তাপুর টিবিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।
মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষক নেতারা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর তাদের ৪ দফা দাবি সংলিত স্মারকলিপি প্রদান করেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও একই কর্মসূচি পালন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার । মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।
এতে বক্তব্য দেন- চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবির উদ্দিন, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল ইসলাম, কানসাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

About The Author

শেয়ার করুন