Last Updated on মার্চ ৫, ২০২৫ by
৪ দফা দাবিতে বিডিএমএ’র সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএমএ’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল হালিম লিমন।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সভাপতি ডা. মেসবাহুল হক, সাধারণ সম্পাদক ডা. বাবলুর রহমান, প্রাইভেট প্র্যাকটিশনার ডা. খলিল আহমেদ, ফারুক হোসেন, ডা. তুষার, বিডিএমএ’র ডা. কবির আলী, সাধারণ ম্যাটস শিক্ষার্থী মো. মাসুদসহ অন্যরা।
লিখিত বক্তব্যে জানানো হয়, শূন্য পদ থাকার পরও গত একযুগের বেশি সময় ধরেই নিয়োগ বন্ধ রয়েছে। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় ২০০০ পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় ১০০০ শূন্য পদের ছাড়পত্র প্রদান করা হলেও নিয়োগ নিয়ে দেয়া হচ্ছে না। এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস্ থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরেই আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলো নিরসন করা হচ্ছে না।
এ সময় তারা সমস্যা নিরসনের লক্ষে ৪টি দাবি তুলে ধরেন। দাবি ৪টি হচ্ছেÑ ১. শূন্যপদে নিয়োগ ও সরকারি / বেসরকারি পর্যায়ে পদ সৃজন। ২. অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা প্রদান। ৩. প্রস্তাবিত-এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড-বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন ও ৪. আন্তর্জাতিক মানদ- ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা।