শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on মে ২৪, ২০২৪ by

৪৮ ডিগ্রি ছাড়াল ভারতের রাজস্থানের তাপমাত্রা, ৯ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে তীব্র গরমে অসুস্থ হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা হিটস্ট্রোকে মারা গেছেন। গত বৃহস্পতিবার রাজ্যটির তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। খবর রয়টার্সের। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ না হওয়ায় মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। রাজস্থানের বারমার শহরে গত বৃহস্পতিবার রেকর্ড ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজস্থানের পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতেও তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। দেশটিতে সাধারণ নির্বাচন চলছে। রাজধানী দিল্লিতে শনিবার ষষ্ঠ দফার ভোট হবে। এরমধ্যে উত্তরাঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওইদিন দিল্লির তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ভারতে মে মাসে গ্রীষ্মকালীন তাপমাত্রা সর্বোচ্চে থাকা একটি সাধারণ বিষয়। তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অস্বাভাবিক হারে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

About The Author

শেয়ার করুন