বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২, ২০২৪ by

৪৪ টাকা বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

আবারো বাড়ল ভোক্তাপর্যায়ে এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে পরপর তিন মাস এলপিজির দাম বাড়ল।
সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দেয়। দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।
সোমবার সন্ধ্যা থেকেই এটা কার্যকর হবে।
এর আগে ভোক্তাপর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা। অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬২ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

About The Author

শেয়ার করুন