সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৩, ২০২৪ by

৩ দিনে ৩ কোটি পার করলো দেবের খাদান


চলতি বছরের বড়দিন উপলক্ষ্যে টালিউড তারকা দেবের ‘খাদান’ সহ চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো মুক্তির আগে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেছিলেন ‘পুষ্পা-২’র কারণে দাঁড়াতে পারবে না। কিন্তু প্রথম তিন দিনের পর্যবেক্ষণে দেখা গেছে ‘খাদান’বেশ এগিয়ে রয়েছে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। দেব অভিনীত এই সিনেমার শো’য়ের সংখ্যা আগের থেকে বেড়েছে। দর্শকও সিনেমা দেখতে হলমুখী। মাত্র তিন দিনেই সাড়ে ৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। এতে আবেগপ্রবণ হয়ে দর্শকদের ধন্যবাদ জানাতে বিশেষ বার্তা দিলেন দেব। প্রায় ১০ বছর পর ‘খাদান’-এর মাধ্যমে মূল ধারার বাণিজ্যিক সিনেমাতে প্রত্যাবর্তন হয়েছে দেবের। ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, দেবকে যারা ‘কমার্শিয়াল’ অবতারে এত দিন দেখতে চাইতেন, তারা ছবি দেখতে হলে আসছেন। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী এবং দর্শকের উদ্দেশে একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা। দেব লিখেছেন, ‘‘আমি দর্শকের প্রতি ভালবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করার ভাষা হারিয়েছি। ‘চাঁদের পাহাড়’ ও ‘অ্যামাজন অভিযান’-এর পর ‘খাদান’ সে রকম প্রতিক্রিয়া পেয়েছে। যেখানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় ও তৃতীয় দিনের ব্যবসা বেশি। প্রত্যেক দিন নতুন নজির।’’ দেব আরও লেখেন, ‘কীভাবে নিজের আবেগ ভাষায় প্রকাশ করব, তা জানি না। আমার দর্শকেরা খুশি, তাই আমিও খুশি।’ সবশেষ দেব লেখেন, ‘‘শুধু আমি নই। ‘খাদান’-এর মাধ্যমে বাংলা সিনেমার প্রত্যাবর্তন হলো।’’ সূত্রের দাবি, দু’দিনে সিনেমাটি নাকি দুই কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। রোববারেও শহরে ‘খাদান’-এর একাধিক শো হাউসফুল। এ রাজ্যটিতে গত বৃহস্পতিবার রায়গঞ্জে রাত দুটোয় ছিল ‘খাদান’-এর প্রথম শো। সেই শো হাউসফুল হয়। দেবকেও ইন্ডাস্ট্রির অন্য পরিচালকেরা অভিনন্দন জানান। তারপর থেকেই প্রতি দিন সিনেমাটি বক্স অফিসে একটু একটু করে কর্তৃত্ব কায়েম করছে। রাজ্যের হল মালিকদের একাংশ ‘খাদান’-এর ব্যবসা নিয়ে উচ্ছ্বসিত।

About The Author

শেয়ার করুন