চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৭ কোটি ৯৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
আলোচনায় অংশ নেনÑ জেলা পরিষদের উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা পরিষদের পদাধিকার বলে সদস্য গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ন রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুস সালাম (শিবগঞ্জ), হোসনে আরা পাখি (ভোলাহাট), কবির খান (গোমস্তাপুর), তারিকুজ্জামান সুমন (নাচোল), সংরক্ষিত সদস্য তাসলিমা বেগম ও শবনম সাবিহা কেয়াসহ অন্যরা।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন জানান, ৩৭ কোটি ৯৯ লাখ টাকার বাজেটের মধ্যে রাজস্ব খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। ভূমি উন্নয়ন কর, দোকান ভাড়া, ফেরিঘাট ইজারা, জমি লিজ থেকে জেলা পরিষদের রাজস্ব আয় হয়ে থাকে বলে তিনি জানান।