শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৭, ২০২৪ by

৩২৩ পৌরসভার কাউন্সিলদের অপসারণ প্রশাসকদের সহযোগিতায় কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল পৌরসভাসহ দেশের ৩২৩টি পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। অপর দিকে কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে বাংলাদেশের ৩২৩টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।’
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অন্যদিকে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২০(২) অনুযায়ী জেলা সদরে অবস্থিত পৌরসভাসমূহের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পৌরসভার প্রশাসককে সভাপতি করে বিভিন্ন দপ্তর প্রধানদের সদস্য করা হয়েছে। যেসব দপ্তর প্রধানদের সদস্য করা হয়েছে, তারা হলেনÑ সিভিল সার্জন/ডেপুটি সিভিল সার্জন, জেলা কৃষি কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এই অফিস আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এই কমিটির কার্যপরিধি সম্পর্কে ওই অফিস আদেশে বলা হয়েছে, ১. কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ক(২) অনুযায়ী পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন; ২. কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ক(৩) অনুযায়ী কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং ৩. কমিটির প্রত্যেক সদস্য প্রতিটি সভার জন্য উৎসে কর কর্তন সাপেক্ষে বিধিমোতাবেক সম্মানি ভাতা প্রাপ্য হবেন। সম্মানির পরিমাণ পৌরসভার আয় অনুযায়ী নির্ধারণ করা যাবে; তবে তা ৩০০০/- (তিন হাজার) টাকার অধিক হবে না।
অন্যান্য পৌরসভার জন্যও প্রশাসককে সহায়তা করার জন্য কমিটি গঠন করা হয়েছে।

About The Author

শেয়ার করুন