৩নং ওয়ার্ডে ডা. রাব্বানীর গণসংযোগ

12

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শেহালা কলোনি মোড়, গণকা নামোপাড়া মোড়, গণকা বিদিরপুর মোড়, আলীনগর হাই স্কুল রেললাইন ও বিশ্বরোড় মোড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী।
বুধবার সকালে তিনি এসব এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, সাবেক ছাত্রনেতা আব্দুল জাব্বার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সারোয়ার হোসেন নান্টু, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আবু হাসনাত সুমন, মো. জয়নাল হাজি, মজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাশিরসহ অন্যরা।