সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৪, ২০২৪ by

২ দশকের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন ম্যানুয়েল নয়্যার

ক্যারিয়ারে দুই দশকে কখনও লাল কার্ড দেখে সেন্ট অফ হওয়ার মতো ঘটনা দেখতে হয়নি তাকে। তবে ৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে সেটাই দেখলেন বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়্যার। জার্মান কাপে শেষ ১৬-র লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী এই গোলকিপারকে। প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। ঘটনাটি ঘটে ম্যাচের ১৮তম মিনিটে। চিরচেনা ভঙ্গিতে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য বক্স থেকে বের হয়ে আসেন নয়্যার। তখনই অঘটনটি ঘটে বসে। আগুয়ান প্রতিপক্ষ ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখে দিতে গিয়েছিলেন নয়্যার। কিন্তু বায়ার্ন গোলকিপারের ছুটে যাওয়ার পর তার ধাক্কায় বাজেভাবে ফাউলের শিকার হন ফ্রিম্পং। এই ঘটনায় ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেন নয়্যার। নয়্যারের জায়গায় তখন মাঠে অভিষেক হয় ১৭ মাস আগে দলে যোগ দেওয়া ইসরায়েলি গোলকিপার ড্যানিয়েল পেরেটজের। অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন তিনি। জার্মান গোলকিপারের এমন তিক্ত অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো ক্যারিয়ারে শুধু হলুদ কার্ড দেখেছেন ২৩বার। যার সবই এসেছে ক্লাব পর্যায়ে। ২০১৪ বিশ্বকাপ জেতা এই জার্মান গোলকিপারকে ১২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেও সতর্কতার মাঝে পড়তে হয়নি কখনও। ২০বারের জার্মান কাপ জয়ী বায়ার্ন ও বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের মধ্যকার ম্যাচে শেষ হাসি হেসেছে লেভারকুসেন। তারা ম্যাচটি জিতেছে ১-০ গোলে। পুরো ম্যাচেটিই ছিল উত্তেজনাকর। প্রথম ২২ মিনিটেই রেফারি হার্ম ওসমার্সকে নয়্যারের একটি লাল কার্ডের বিপরীতে ৩টি হলুদ কার্ড দেখাতে হয়েছে।

About The Author

শেয়ার করুন