বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৩, ২০২৫ by

২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!

হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ অভিনীত ‘থান্ডারবোল্টস’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে পিউয়ের লাফ দেওয়ার দৃশ্যের ঝলকও দেখানো হয়েছে। ট্রেইলারে দেখা গেছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উঁচু ভবন মালয়েশিয়ার কুয়ালালাপুরের ‘মার্দেকা ১১৮’-এর ছাদ থেকে নিচে লাফ দিয়েছেন অভিনেত্রী। যে ভবনের উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এরপর যা ঘটল, তা আরও এক ভয়াবহ ঘটনা। তবে শেষ পর্যন্ত এ যাত্রায় রক্ষা পান বলে জানান ব্রিটিশ অভিনেত্রী পিউ মার্ভেল। এ সিনেমাটি আগামী ২ মে মুক্তি পাচ্ছে। আকাশ উঁচু ভবন থেকে লাফ দেওয়া অথবা হেলমেট ছাড়া পাহাড়ি রাস্তায় মোটরবাইকে করে শত্রুকে তাড়া করাÑ এসব ঝুঁকিপূর্ণ দৃশ্যের প্রতিই আগ্রহ কমবেশি সবার। এমনকি অভিনেত্রী পিউয়েরও। কারণ তিনি ক্যারিয়ারজুড়ে বৈচিত্র্য ধরে রাখতে চান। তাই স্টান্টের সহযোগিতা নিতে খুব একটা রাজি নন অভিনেত্রী। তাই সাহসিকতার সেই নমুনা পিউ দেখিয়েছেন ‘থান্ডারবোল্টস’ সিনেমায়। সম্প্রতি দ্য গার্ডিয়ান লিখেছে, ২৯ বছর বয়সি পিউ এ সিনেমায় কুয়ালালাপুরের উঁচু ভবন ‘মার্দেকা ১১৮’-এর ছাদ থেকে নিচে লাফ দিয়েছেন। যার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এই লাফের পর ব্রিটিশ এ অভিনেত্রীর হাড়গোড় ভাঙেনি। কেবল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন পিউ। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিউ বলেন, প্রচ- ঝুঁকির এই স্টান্টটি করার অনুমতি তিনি সহজে পাননি। কারণ ‘থান্ডারবোল্টস’ সিনেমার টিম তার এ প্রস্তাবে শুরুতে কোনোভাবেই রাজি ছিল না। তিনি বলেন, লাফ দেওয়ার পর তিনি ৩ ঘণ্টা ঘুমিয়েছিলেন। কারণ তার মাথাটা ‘ভার ভার’ লাগছিল। পিউ বলেন, তারা চেয়েছিলেন ‘ডাবল বডি’ ব্যবহার করতে। আমি স্টান্টের সাহায্য নিতে চাইনি। দৃশ্যটি নিজে করতে কেভিন ফাইগিকে (মার্ভেল প্রেসিডেন্ট) একের পর এক মেইল করেছি। অভিনেত্রী বলেন, আমার যুক্তি ছিলÑ নারীরা যদি এমন লাফ দিয়ে গিনেস বুকে নাম তুলতে পারে, তাহলে আমি কেন সিনেমায় নিজের দৃশ্যের কাজ নিজে করব না। একসময় টিম বিরক্ত হয়ে বলেছিলÑ ঠিক আছে, তুমি যদি উঁচু ভবন থেকে নিচে লাফ দিতেই চাও, আমরা এমন একটা ভবন খুঁজে বের করব।

About The Author

শেয়ার করুন