নদীমাতৃক এ দেশে সাঁতার না জানলে কি আর চলে। সে লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ জন শিশুকে দেয়া হলো সাঁতার প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে সহযোগিতা করেছে ইউনিসেফ।
গত দুই মাসে সপ্তাহে একদিন করে ৮ দিনের এ প্রশিক্ষণ শেষে বুধবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শহরের ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রশিক্ষণার্থী ২৫ জন ছাড়াও অংশগ্রহণ করে আরো ৫৩ জন শিশু।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিসেফ, রংপুরের চিফ অব ফিল্ড অফিস মি. নাজিবুল্লাহ হামীম, রাজশাহী এবং রংপুর বিভাগের প্রোগ্রাম অফিসার জেসমিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির আরেক প্রোগ্রাম অফিসার জেরিনা রেশমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার নার্গিস সুলতানা, সাঁতার প্রশিক্ষক হোসনে রাকিবসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য প্রশিক্ষকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিসেফ, চাঁপাইনবাবগঞ্জের এলজিসি অফিসার শরিফা খাতুন।
বক্তারা বলেন- সাঁতার হচ্ছে জীবনের লক্ষের মতো। প্রতিযোগিতার মধ্যদিয়ে যেমন ভালো সাঁতারু হওয়া যায় ঠিক তেমনি জীবনের লক্ষে পৌঁছুতে হলেও প্রতিযোগিতার প্রয়োজন হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন যে ক’জন শিশুকে আজ সাঁতার প্রশিক্ষণ দিল ভবিষ্যতে তারা প্রত্যেকেই ভালো সাঁতারু হয়ে উঠবে। তাছাড়া জীবনের প্রয়োজনেও সাঁতার জানা খুবই জরুরি।